স্বত্বার স্বীকৃতি
---
রমেন মজুমদার

ত্যাগ নিয়েছিলাম মনে,কিন্তু সে মানেনি
কবি বলল,আয় স্বত্বার মধ্যে নিজেকে খুঁজি;
কবিতা সায় দিল।ক্ষণপরে প্রেম এলো জীবনে-
কবিতা জীবন্ত হয়ে ওঠল, কবি হলো দিওয়ানা।

রাত নামলেই যন্ত্রণা খুঁজি প্রেমের বুকে !
রঙতুলিতে যৌথহয়ে বিছানা করল নষ্ট!!
কবির স্বত্বার ভিতর বোধের ঢেউ উছলে পড়ছে,
কবিতার বুঝি পুনর্জন্ম হলো চুরাশিলক্ষবার।

মোহনার তীরে মহান্বিত হয়ে ফিরে এলে প্রেম;
কবিতা রস খেয়ে খেয়ে যৌবনে উন্নীত হলো শেষে;
কবির সুপ্ত নেশার মধ্যেই জন্মহলো উল্লাস!
কবিতারা বুঝি জীবনে একবারই পোয়াতি হয়?
প্রসবের যন্ত্রণায় একবারই গর্ভপাত করে,
কবিকে স্বীকৃতি দেয়  পাঠকের সমর্থনে।।

এসো, কবিতায় প্রেম ঢেলে শুদ্ধহই গঙ্গাস্নানে;
কবি,কবিতার পাঠক; রংতুলি সকলেই
বেঁচে থাকুক আগামীর আশায়।।
---