লব্ধ প্রেমের তত্বকথা
[যেজন প্রেমের ভাব জানেনা-১১২ ]
-- রমেন মজুমদার

ভিড়ের মাঝে খুঁজে ফিরি সেই মায়াবী চোখ,
যে চোখ ছিল দেয়া-নেয়ার প্রথম বেলার সিঁড়ি;
চেয়েছিলেন ঈশ্বর বুঝি সূত্রের বন্ধন হোক...
লগ্নটুকু ছিল কী সেই সময় ক্ষণের শ্রী ?

প্রেমের প্রথম ভিড় এড়িয়ে চার চোখের মিলন,
ক্লাসরুমের পূর্ব দিকে দীঘির কালো জল;
তালের ছায়া;মোহ-মায়া ভর দুপুরের ক্ষণ
জমত আড্ডা হাসিঠাট্টা নন্দিত সেই উচ্ছ্ব্ল।

আনমনা বুক দুরুদুরু, মন চাওয়া যে কত;
লুকিয়ে একা বইয়ের ভাঁজে গোলাপের পাঁপড়ি
রেখেদিতাম গোপন মনে সময় যখন হতো..
হৃদ-স্পন্দন !ভয়ে ভয়ে কলেজ যেতাম ছাড়ি।

প্রথম আলাপ,প্রথম চাওয়া প্রথম ইচ্ছার কথা,
হয়নি বলা কয়েক মাসে বুকের ভিতর মেঘ বালিকা;
ভালোলাগার সেই বয়সে চাওয়া-পাওয়া সুখ বারতা,
নীরব পথে একলা আমি পেলাম দেখা সেথা।

হাজার চোখেকে ফাঁকি দিয়ে একলা চুপিচুপি;
হলুদ বিকেল সর্ষে খেতের হলুদ ফুলের ঢেউ
বলব প্রেমের গোপন কথা বুকের ভিতর তুলে রাখি;
দেখল না কী  সর্ষে আইলে দুজন বাদে অন্যকেউ?

পিছন ফিরে একলা ধীরে শব্দহীনে পথ চলা...
অস্পষ্ট সুখ,উঠন্ত বুক!আঁখির কোণায়
ফল্গুধারা,
শীর্ষকথা মুখের ডগায় ঝিমিয়ে পড়লে হয় কী বলা!
অসুখ মনে রোগ সারেনা প্রেমের ঘুণে যাচ্ছি মারা।

পেছন ফিরে চলে যাওয়া মন কেমনের কষ্ট!
লক্ষ্য হীনের অলক্ষ্যে সুখ বিসর্জনের তাগিদ!
ভুলগুলি সব এলোমেলো প্রেমের পথ যে ভ্রষ্ট;
অবুঝ মনে কষ্টগুলো বোঝেনা সে হিতাহিত।

নদীর বুকে আছড়ে পড়া ঝড়তুফানের ঢেউ!!
বন্যা-খড়া,তর্ক-বিতর্ক;প্রেম-অপ্রেম যা আছে,
মেঘ-মেদুরে ডাকে, নামায় কষ্ট অশ্রুবারি
কেউ...
না পাওয়া প্রেম ব্যথায় পূর্ণ! যন্ত্রণা দেয় পিছে।।

সেই প্রথমের দেখার সুখ,যায় না পাওয়া ফিরে,
প্রণয়-বারি,মিষ্টি ভারি; যে পেয়েছে যবে
ঠুনকো হলে মাটির হাঁড়ি ভাঙবে যে অচিরে!
প্রথম প্রিয়ার মুখ দর্শনের স্মৃতিটুকুই রবে ।।
-------