কহিল শেষে
---
বধূটি কহিল এসে চাই স্বর্ণ মালা,
স্বামীর সামর্থ্য নেই সেই ক্ষণে দিতে,
বিনয়ে কহিল হেসে আমি যে অবলা,
যদি দাও ঘর দিব তোমা-আমা হিতে।


সংসার জীবনে কত দেখছি কলহ!
সুখ-স্বর্গ যত্রতত্র বহেনা জগতে...
দুই মন এক হলে দ্বিধা ভুলে যাহ;-
মানুষ বেহুঁশে পড়ে লয় সে ক্ষতিতে।


কহিল বধূটি তারে, চাহিনা গহনা-
তব সাধ্য যতটুক গড়িতে সংসার;
দুই মন এক থাক, (ঘুচুক যাতনা;
ভুল বোঝাবুঝি হলে) হবে ছারখার।


আত্ম সুখ অনাহারে থাকিলে হয়;-
মিলের অমূল্য দান শেষে করে জয়।।
---
রমেন মজুমদার, ০১/০৫/২৪
[মাইকেল মধুসূদন রীতিতে বঙ্গীয় সনেট]