জানতে যদি শেষ কতদূর
---------
রমেন মজুমদার
04/11/2021
তুমিও ছিলে আমিও ছিলাম এক পাহাড়ের তলে,
শহর তলির পথটাতে ওই দু'দশটা গাড়ি
হাজার বসত বাড়ি;
চলছে কত ছিন্নমুলের ক্ষুধার্ত মুখ!
জীবন কী তাদের মূল্য নেই
পিষলো ক'খান গাড়ি।।

চিনতে যদি জীবন মানে কি ?মূল্য যে তার কত!
অদৃশ্য প্রাণ, ভাগ্যলিপির খেলা...
সাফল্যের ওই দীর্ঘপথের সূর্য ডোবার বেলা;
বেজায় ক্লান্তি;
বিভ্রান্তি তার পথের মিলন
জীবন নিয়ে খেলা ।।

জানতে যদি ভালোবাসা কী!অরণ্যের স্নান রঙ্গ !
ফুলের ভিতর মধুর খেলা
মক্ষীর অনুসঙ্গ;
বৃক্ষের সাথে মাটির সম্পর্ক,জলের সাথে সাঁতার!
রাত দুপুরের ক্যানভাসে জ্বালাগ্নি;
খুঁজছে প্রেমিক গোপন খেলার পাথার।

পা'ছুঁয়েছে পায়ের তালু,হাত ছুঁয়েছে চাঁদ;
চাঁদের বুকে মুখমণ্ডল ওষ্ঠাদরে,
হাঁফর ভাঙা ক্লান্তি শ্বাসে খুঁজছে আদর বুক।

পাল তোলা নাও হাওয়া যদি লাগে,
ঋদ্ধপ্রাণে ভীষণ জোরে স্রোতের জোয়ার টানে;-
শিল্পের কী টান! বক্ষ উচাটন;
ঘাম ঝরানো মাঝির মুখে গান।
ক্লান্ত শরীর ইচ্ছেমত চাচ্ছে তারই দান।

জানতে যদি শেষ কতদূর দুচোখ ভরা শান্তি;
সত্যজিতের বাঘাবাইন আর ফিরোজ খানের গান-
মমতাজের তাজমহলে ঝরছে কত ঘাম!
দাম দিয়ে সুখ শাজাহানের কেনা...
শেষ সমাধির ডুবতে জলে নেইতো কারও মানা।

নিশ্চিত আর অনিশ্চিত এই মানুষের ভিতর,
নাছোড়বান্দা প্রেমের জোয়ার ভাসছে এই শহর;
মৃত্যু খেলা,প্রেমলীলা; জন্মমৃত্যু ক্ষরণ;
তাজা শেয়াল পেলে গন্ধ নারীর,
চিপড়ে করে বরণ।

জানতে যদি শেষ কতদূর নদীর গভীর খাদ,
জানতে যদি মরণ খেলায় গেছে ক'জন বাদ?
ইতিহাসের যোগবিয়োগের ধারা...
জীবন মানে মৃত্যু,
আর মৃত্যু মানেই হারা।
হয়নি জানা শেষের কবিতা
পাবক পুড়ে জ্বললে পরে দিগন্ত সবিতা।
-----
শিখা মন্দির।।