গর্ভবতী হয় রূপকথারা
----------
রমেন মজুমদার

-----
তুলতুলে সুখ চায় সমৃদ্ধি
সুজন বুঝে নাও ভাসাও নদীতে;
জোরকদমে হেঁটে যায় তোয়াজদারি,
অনীহায় উন্মত্ত থাকে প্রেম!

রাত হলেই রূপকথারা হয় গর্ভবতী
স্বরসঙ্গীত সমর্পণ করে সময়ের দৌলতে,
নধরে অধর কাঁপে কুঞ্চিত চুম্বনে...
দিন এলেই টকঝালে আচারী মন হয়ে ওঠে উষ্ণতায়।

তুলতুলে চাঁদও পূর্ণিমায় হয় গর্ভবতী
স্বপ্নের রূপকথারা গিলে খায় সবটা,
সিঞ্চনে সিক্ত হয় লৌহ পরশে;
জোয়ানি ললনা রঞ্জিত করে রাতকে।

ইচ্ছের দৌঁড় থেমে যায় রোপন হলেই...
নিস্তেজ কলুস ফণা জাগায় বর্ষণ শেষে
ধার-বাকি ছাড়াই নগদে লেনদেন হয় পারাপার
সাম্পান ভাসিয়ে মাঝি তীরে আসে শেষে।

কবিতার নাম যদি হয় উন্মুক্ত বাগিচা
তা'হলে গাছ লাগিয়ে গর্ভবতী করে দাও
মনের উদ্যান।
স্বস্তির নিঃশ্বাস গুলো মুক্তি পাক অনাকাঙ্খিত প্রেমে;
স্বপ্ন দেখি রূপকথারা গর্ভবতী হয়ে কবিতায় জন্ম নিক আশার বাসরে।
            ****