অদৃশ্য সোপান
---কবি রমেন মজুমদার
04/09/23
সুর যেন সুস্থির, প্রাণের অগ্রগতি-
রাখে ধরে সুখস্মৃতি; জীবনের প্রতি।
স্মৃতিরা মায়ার মোহে হৃদ কৌতূহলী;
তেমনি বৃক্ষের দান ছায়া দেয় ঢালি।।

জীবন সায়াহ্নে আছে উত্তাপ স্মৃতিরা
মধুক্ষরা সুরে তাই,ক্ষণের উর্বরা---
কেহ ফিরে নিজ ঘরে, কেহ নিরুদ্দেশ!
অতল গভীরে মুক্তো না পায় উদ্দেশ।।

উদ্বিগ্ন -উদ্বেল শীষে দুধেল শিশির!
ফিরায় রশ্মি আলোর কেটে গেলে ভোর;
কে বোঝে সন্তাপ তাঁর?--যদি মন নাই;
রয়ে যায় দাগটুকু, কাহারে  শুধাই ।।

অনুভবে অনুতাপ! অদৃশ্য ভিতরে,
ঝরে বারি রক্ত সম; বিশ্বাসের ঘরে!
তাই মন বিগরিত! পথের ঠিকানা...
কোন সূত্রে খুঁজি তারে,নাই পথ জানা।।
-----