একটু আগে তোমার দেখা পেতেই তুমি জিজ্ঞেস করলে,
এই একাকী জীবনে কি সুখ পেলে?
বললাম,আসলে তোমার মত করে
সুখ আর দুঃখকে আমি চিনতে পারিনি।
সীমাবদ্ধ আমার দৃষ্টি,সীমাবদ্ধ আমার জ্ঞান।
বরং বলতে যদি কি পেলে?
তবে দীর্ঘশ্বাসে বলতাম,
দীর্ঘ প্রেমহীন জীবনের অভিজ্ঞতা,
দীর্ঘ অপেক্ষা,দীর্ঘ আকাঙ্ক্ষা।
শুধু সুখ নিয়ে ভাবা হয়নি আমার।
তুমি তো জানোই,
মূল্যহীন লোকের জীবনে অমূল্য জ্ঞান অর্জন কল্পনাতীত।