মৃন্ময়িনীর মুগ্ধ চোখের মাদকতা ঘিরে,
সাধ হয় আরও কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকি।
সকল যুদ্ধের অন্তরায় তার চোখের শীতলতায়,
শান্তির মোহে আমি উজ্জীবিত হব বারবার।


যার হাসির ঝঙ্কারে পৃথিবী মাতে উত্তালতায়,
জীবন মৃত্যু সবই অতি তুচ্ছ সে হাসির মহিমায়।
প্রতিটি বাক্যালাপে মৃন্ময়িনীর ঠোঁটের নৃত্যে
জীবনভর করে আমায় তার মোহে বন্দী,
সাধ হয় আমার, কিছুদিন আরও পৃথিবীতে বাঁচি।