উপমারা জীবন ফিরে পাক তোমার প্রতিটি নিঃশ্বাসের উষ্ণতায়,
বেঁচে থাকো প্রতিটি কবির কলমের ঠোঁটে! সাদা কাগজের ভাঁজে!
প্রার্থনা বিহীন সুখের উপলদ্ধি ভুলে যাও দ্রুত,
আঁটকে থাকো অজান্তে অপরিচিতের চাদরে, বালিশে কিংবা অন্ধকার ঘরের দেয়ালে।
প্রয়োজন কি বা প্রার্থনার!
যদি সুখ নিজেই প্রার্থনা করে তোমাকে পেতে।
ভাবনা গুলোকে নিঃসংকোচে উড়িয়ে দাও মেঘেদের দলে,
সে মেঘের ফলে কবিরা ভিঁজুক দিনরাত্রি,
কল্পনা করে যাক, তোমার অদৃশ্য অবয়ব।
আগুন বিহীন সিগারেট টেনে টেনে,
তাঁরা ক্লান্ত হোক অন্তহীন।