আমি উপরে উঠতে চাই
আরো উপরে,
যেখানে সব সুন্দর মিলেছে এক সাথে শেষ প্রান্তে।
যেখানে উঠলে থাকে না কারো আর নতুন করে চাওয়া।


আমি আকাশ ছুতে চাই, আকাশ
যেখানে অন্ধকারে তারারা উজ্জল হয়ে জ্বলে,
আনন্দের ছলে।


এ পথে কে দেবে আমায় বাঁধা?
এ পথ সুন্দরের পথ
এ পথ শূন্যের পথ
এ পথে পথে চোখে লাগে ধাঁধা।


যত উপরে উঠা যায়
নীচের কুৎস্যিত বস্তুপিণ্ডও সুন্দর দেখায়,
এই নেশা আমার দু চোক্ষে
সুন্দরের বান ঢেকেছে আমার বক্ষে।