আবার কবে আসবে সেই সুসময়ের আগমন
সবাই একই গন্ধে সতন্ত্র ছন্দে ব্যক্ত করে আনন্দ ক্রন্দন।
ঘরে বসে না একদন্ড মন
আয় আয় ছুটে আয়
দলে যোগ দেবার সময় বয়ে যায়।
কোলাহল হইহুল্লো
যখন যা মনে চায়।


প্রকৃতির ঢাক বাজছে এই অসময়
গ্রাম ছেরে শহরে পারি জমিয়েছে সবাই
যারা বা আছে তারাও অপক্ষেয়
ইচ্ছা আছে শহরে এবার
আবার জমাব আড্ডার মহর।
কিন্তু তা কি আর এই শহরে হয়
সময় থাকে না যার যার ব্যস্থতায়।


হবে, আবার হবে এই মোহনায়
সবাই যখন একই অবকাসে
বাড়িতে পারি জমাবে একই সময়।
হোক সে সময় ক্ষনিক ক্ষন
পরিপূর্ন আনন্দে ভরে রবে মোদের প্রান ও মন।
এ তো কেবলই না পাবার সান্তনা
নিজেকে নিজের কাছে বন্ধি করার
মহা পরিকল্পনা।