কাকে তুমি খোঁজ বহুঘরে
নিজেকে খোজ নিজের ঘরে
পরে কি খুঁজবে তোমাকে
বুঝবে কি তোমাকে
কাকে খুঁজবে তুমি তোমার করে।


পরকে খুঁজতে গিয়ে না পেয়ে
নিজের ঘরে ফিরে এসে বলবে
আমি পাইনি তোমাকে
তখন নিজেকে আপন করে ভালবাসবে।


তোমার খোঁজার সাধনা,তাকে করেছো দান
নদীর বান যে গিয়েছে ভেঙ্গে, গাঙ্গে
একে আবার দেওয়া বান, সহজে হবে না সমাধান
নিজের সাধ নিতে পার, ভাসতে পার আপন গন্ধে।


চাতক পাখির উল্লাসে, প্রানের অট্ট হাসে
নিজের সাথে নিজের হাসা, নিজেকে ভালবাসা
এই মিলনে ঘরে বহে—
উৎতাপে শৈত্য প্রবাহ।।