আবার কোন নেশায় টানছে আমায়,
কোন নিকটিনের টান পরেছে, কোন শিড়ায়।
বসন্তের বাতাসে ভেসে এমন কি খবর এলো,
ঠোঁটে প্রত্যাশার আগুন জ্বালিয়ে গেলো।


এমন করে টানছে কেন,
নিভানো আগুন জ্বলিতে চায় কেন?
ঐ কোকিল ডাকে বিরহের যন্ত্রণায়,
তা শুনিয়া, এ মন কেন মাতাল হয়ে যেতে চায়,
নেশার ধোয়ায়।


আবার কোন নেশায় টানছে আমায়,
কোন নিকটিনের টান পরেছে, কোন শিড়ায়।
১৮-০২-২০২৪খ্রিঃ