আবার আসুক সেই সুদিন,
কথা হোক হাজারো যুগল হাতের তালুতে তালুতে।
প্রকাশিত হোক ভালোবাসা; নিরবে,
স্পর্শে স্পর্শে শব্দহীন অনুভূতিতে।


আবার বাসুক ভালো, বলুক আমায়
দেও তো তোমার হাতটা বাড়িয়ে...
বুকের কাছে হাতটা চাপটে ধরে আবার বলিও,
চলতে চলতে তোমার বাম পাসে এভাবেই আমাকে রাখিও।


আবার আসুক উষ্ণ শীতের সন্ধ্যা,
উপেক্ষা করে শীতকে, তুমি না পরো গরম কাপড়।
তুমি আবার আমাকেই বলিও,
"উষ্ণ করো তো আমায়, নিয়ে আসো তোমার চাদর করো আমায় আদর"।


আবার আমি যেন তোমাকেই পাই,
মাঘ মাসের পঞ্চমী তিথিতে, সরস্বতীর শাড়িতে।
উদরের চিহ্নে আমি এঁকে দেই গভীর চুম্বন,
কোমল কন্ঠে তুমি আবার আমাকেই বলিও,
"আমাকে ছেড়ে যেও না যেন কখনো"।।


---রাখাল---
০৭-০২-২০২৪খ্রিঃ