এ যেন কবিতার শতাব্দী হে শ্রোতা
তাই কি ভাষার শৈল্পিক উপস্থাপনে মুগ্ধ হয়ে থাক
তাই কি জ্যোৎস্না ভালোবাসো
বসন্তের বাতাস অনুভূত হয় কবির আবেগে
তাই কি পাতা ঝরার বিয়োগ বেদনাতেও দু'হাত মেলে
আলিঙ্গন করো পরিত্যক্ত
আচ্ছা তাই বুঝি শরতের মেঘের কুয়াশায় নাম লিখ
কাঁশফুলে আদর লেপে দাও
কালবোশেখীর অগোছালো বাতাসে উড়াও এলো চুল
'উড়ে যায় বাদলের এই বাতাসে,তার ছায়াময় এলো কেশ আকাশে' কণ্ঠে তুলে


বৃষ্টিতে দু'হাত মেলে দাড়াও খোলা মাঠে
সমস্ত অনুভূতি দিয়ে স্পর্শ করতে চাও বৃষ্টির প্রতিটি ফোঁটা
এরপর!
এরপর আবারো ত্রাস সঞ্চারি রৌদ্র দাপটে
মরে যাবে বিন্দু জলও
মুমূর্ষু অনুভূতি নিয়ে মরে যাবে তোমার ভেতরটা-ও
বলি,
রচনা করে চল পৃথিবীর নতুন দিন
কলমের খোঁচায় জাগিয়ে তোলো জীবন্ত ফসিল
তুমি কবি নও কবিতা হয়ে ওঠো