শুনছো ছদ্ম রাগিণী,
কি সে সুর,আহা!
মাতালের ঐ আঙুল রেখাতে
ধাপে ধাপে ঝঙ্কার
গায়িকার বন্ধ চোখের পাপড়িতে
অনন্ত ঘুমের হুঙ্কার
বেশ!বেশ!,আহ! বন্ধ করো না দ্বার
অবয়বে মম বিষ ধরেছে
শত জনমের আবদার
কত যে বাসনা চাপা পরে গেছে
কত না যাতনা তাড়া করে আসে
শুনো কি অলীক চিৎকার
ওগো,বন্ধ করো না দ্বার
দাও দখিনের ঐ বাতায়ন খুলে,আসুক!
সুবাস আসুক রজনীগন্ধার
মুছে যেতে দাও বেখেয়ালি পাঁচিল
শ্বাসের যে বড় দরকার
আমায় আজ দুলতে দাও,প্রিয়
ভাঙতে দাও,দমে যাওয়ার অহংকার
মম বিষের জ্বালা
কৃষ্ণ বাঁশরীর সুরের অলংকার