সুন্দর এই বসুন্ধারা, সুন্দর তার সব
তাদের চেয়ে সুন্দরতর বানিয়েছে তোমায় রব।
গোলাপ ফুলের পাপড়ির ন্যায় তোমার মুখের হাসি
তুমি গগণকে ঐ ভরিয়ে তোলা নক্ষত্র রাশি রাশি।
তুমি রূপকথার ঐ অজানা দেশের অপরূপ জলকন্যা
তুমি সাত-সমুদ্র তের নদী পার বন্দিনী রাজকন্যা।
তুমি জোৎস্না রাতের দূর আকাশের রূপোলী চাঁদের কিরণ,
উদ্ধ গগণের রামধনু যেন করেছে তোমাই বরণ।
তুমি প্রকৃতির ঐ নৃত্যরত কাশ ফূলের এক ঝাঁক
তুমি বসন্তের ঐ দুষ্টু পাখির কিচির মিচির ডাক।
তুমি সাত সকালের মিষ্টি মধুর শান্ত বায়ুর গতি
তুমি অন্ধকারকে ভরিয়ে তোলা সূর্যের ঐ জ্যোতি।
নায়াগ্রর ঐ অপরূপ দৃশ্য তোমার রূপে ম্লাণ
তোমার কণ্টের অপরূপ স্বর যেন কোকিল কুহু গান।
তোমার কাজল কালো ছোখেড় কথা কি বলব আর
এই বিশ্বমাঝে তোমার রূপের নেইকো ভাগীদার।
বেহুলার ন্যায় নারী বেশে তোমার জগৎ এ আগমন
তোমার কাছেই বাঁধা আছে এই অবুঝ প্রেমীর মন।