নুপুর! নুপুর! নুপুর!
        তুমি কার পায়ে বাঁজো এতো সুমধুর?
তোমার নুপুরের ছন্দে, আমার মন মন্দিরে
       আজ বসন্তের হিমেল হাওয়া বইছে
কে গো তুমি মায়াবিনী?
       মায়ার জালে বেধেছো আমায়
তোমার নুপুরের ছন্দে
       আমার হৃদয়ে জাগিল আশার জোয়ার
কে গো তুমি সঞ্চারিনী?
       মনমুগ্ধ করেছো আমায়
তোমার নুপুরের ছন্দে
মন যে আমার হয়েছে ব্যাকুল
কে গো তুমি মন হরিণী?
আমার মন যে তুমি করেছো হরণ
তুমি বার বার এসেও কেন ফিরে যাও আবার
তোমার দেখা না পেলে সবি যে মিথ্যে হবে আমার
আমি তোমার লাগিয়া আছি যে পথ চাহিয়া
তবে কি তুমি দিবে গো দেখা?
কে গো তুমি স্বপ্নচারীনি
মাঝে মাঝে স্বপ্নে এসে দাও দেখা
তোমার নুপুরের সেই সুর
আজও আমার হৃদয়ে বাঁজে
সে যেন আপন করে নিতে চায় আমায়
সে যেন আমায় নিয়ে ছুটে যেতে চায় স্বপ্নের ঠিকানায়
এ মন তোমায় খুঁজে আজ দিশেহারা
তুমি কি দিবে আমার মনের ডাকে সাড়া?


-----000-------