আমি নীরবে বসে চেয়ে আছি,
তোমার প্রতীক্ষায়-----
জানি, আর আজ আমাদের হাতে সময় নেই,
তাই প্রতীক্ষারত, একটি আওয়াজের,
"বীপ"
এইটা বাজলে আমাদের কথোপকথন শুরু হবে,
কিন্তু তুমি অফলাইন,
এতেও আমার কয়েকঘন্টা কেটে গেলো,
কিন্তু তুমি এলে না---
আমি নীরব হয়ে মোবাইলের সুইচটা বন্ধ করে দিলাম,
আর প্রকৃতির অমানবিকতাকে দুষতে লাগলাম,
                 ২
আমি নীরবে বসে চেয়ে আছি,
তোমার প্রতীক্ষায়-----
জানি ,তুমি সাইকেলে চড়ে আসবে এই পথ বেয়ে,
কটায় যেনো ছুটি, গতকাল তো বিকেল পাঁচটায় পেরিয়েছিলো,
আজ আমি একটু তাড়াতাড়ি এসেছি, ঘরে দেখেছিলাম ৪টে ২৫ মিনিট
কিন্তু, এখন তো রাস্তায় হাতে আমার ঘড়ি নেই,
তাই রাস্তার লোকেদের বারে বারে জিঞ্গেস করলাম--
"ক টা বাজে" উত্তর এলো "৫ টে"
রুদ্ধশ্বাসের সেই মহ্হুত,
দুর পথ দিকে তাকিয়ে দেখি,
"সে আসছে আমার পথ বেয়ে"
অবশেষে অতিক্রম করলো আমার পাশ দিয়ে,
তীক্ষ দৃষ্টি দিয়ে, মুখে আলতো হাসি
আর এটাই আমার প্রেম ছিলো,
না কথা হয়েও , চোখের ভাষায় প্রেমের প্রতিবেদন
মনে অসংখ্য ভালোবাসা নিয়ে ক্রমশ এগিয়ে গেলাম।।