আজ বড়ো একা লাগে---
লাগে মোর এই মন।
সময়ের খেলায় , নিশুতি জাগায়,
পায় নাকো, কোনো ক্ষন।।
দুঃসময়ের ,এই ক্ষনে, পাই, নিজ একা
কভু কোনো দিন, যা পায় না দেখা।
আজ ,যেনো সময়কে, নাহি পাড়ি যায়,
যা পেয়েছি, এই দুঃসময়ে, তাহা বড় কাঁদায়।
আজ ,লিখেছি যে কবিতা তা আছে,আমারই অন্তরালে,
মনের নীরব, গোপন ব্যাথা, আছে গো, মনের কোলে।
অক্ষরের জোড়াবন্দীয়, ক্ষত-বিক্ষত ,করে বিভোর মন,
যা দেখেছি, তা নিয়েছি করে মনের ভীতর আপন।
ব্যাথা, হায়! আজ,যেনো লাগে মোর ক্ষনে,
এই দুঃসময়, জাগায় ভয়,  আমারও বিভোর মনে।
আশার আলো, যা জাগায় মনের ভীতর রাশ,
এই দুঃসময়, যেনো বারে বারে করে,আমারে গ্রাস।
কবিতার ছলে, কবিতার বলে, প্রকাশ নাহি পায়,
হায়রে দুঃসময়, জীবন হতে, কেনো  নাহি যায়।
মোর মনের অন্তরালে, আর নাহি বাজায় বাঁশি,
তুমি শশী, তুমি নীরব, তুমিই আমার বিনাশী।
হ্রদয়ের তালে নাচেনা, কেনো--- এই অকারণ,
কেনো দুঃসময়,তুমি যাও না সরে,সময়কে,কেনো করো না  বারন।।