এইভাবে কেটে যায়, ক-ত-ত-কতবার,
বলতে পারিনী, একবারও তুমি যে আমার।
তোমার মুখের সুন্দরতা, বারে বারে, জ্বালায় আমার মন,
জানি,-- ভাবি,
কিন্তু ভুলতে পারিনী, তোমাকে দেখার সেই ক্ষন।
কলেজের ক্যান্টিনে, গণেশদার চায়ের দোকানটা থেকে,
আমি লুকিয়ে দেখেছি, তোমাকে ক-ত-ত-কতবার,
তুমি আমার দিকে তাকিয়ে, মুখ ফিরিয়োছো কেবল বারংবার।
বিশ্বাস করো, ভালোবাসা যে মনে আসেনি, তা একবারও নয়,
আমার প্রেমের নিবেদনে, কেবল ছিলো তোমাকে হারিয়ে ফেলার ভয়।
একদিন বৃষ্টির ছোঁয়ায়, সাহস করে গেলাম তোমার সামনে,
অকস্মাৎ উত্তেজিত হলে, আমার আগমনে।
পারলাম না বলতে, আমার মনের কথা,
অকারনে, যদি তুমি পাও আমার জন্য ব্যাথা।
প্রথমবার শুনলাম এতসামনে হতে তোমার কন্ঠস্বর,
মনের ভীতর পৌঁছোলো, সাজালাম তোমার দেওয়া অক্ষর।।
                                                           (ক্রমশ)