ধৃত, ধৃত ,প্রান---
গর্জে উঠে, অঘ্রান।
মহুুর্তে, মহুুর্তে, ভালোবাসার শান্তি,
ও, যে, নীরবতার কঠোর এক ক্লান্তি।
নায় প্রান,-- নায় বিনাশ,
আছে, কেবল চিরতরে থাকার আশ্বাস।
আজি, শুধাই আমি, তোমাদেরে,
কেউ কী পেয়েছো ভালোবাসা সরল মনের দরে?
জানি, এ এক  ভ্রান্তিবিলাস,
জীবনচক্রের, গভীর থেকে গভীরতম, শিল্যান্যাস।
ভয় ভয়, মুহু মুহু করে, জীবনযাপন,
বুঝি না, কে পর, আর কেই বা আপন,
শুধু অঙ্গীকার- অঙ্গীকার-মিথ্যের  অঙ্গীকার,
হাতে হাত রেখে, কেবল কেবলই শ্রুতি, ছেড়ে না যাবার।।
অবসানের পর থাকে, অবক্ষয়,
হিসেব করেও মিলে না, যা গেছে, সেটা অপচয়।
আমি কেবল, শুধাই আমার মনের বাঁধনকে,
শক্ত করে রাখ, সে তো যাবে চলে,যেনো না উড়িয়ে নেয় জীবনকে।।