অনন্ত সমাহীন আকাশের নিচে-
আজও বাঘবন্দীর খেলা,
লুটায়ে নাও,লুটায়ে নাও,
যাস না রে এই বেলা।।
যা হেরিতে করেছিস তুই ভয়,
সে তো তোর আপন কেউ নয়,
যারে তুই ভেবেছিস আপন,
সে তো তোর সাথে থাকবে না চিরক্ষন।
অনন্ত সমাহীন আকাশের নিচে-
আজও আ-জ-ও বাঘবন্দীর খেলা,
নিশীথ রাতে, নিজের পূন বাসনাতে,
সে এক নিবীড় গোপন ডেলা।
ফিরিস নারে তুই,আজ অঘোর চিন্তনে,
রাএিতে কাঁপিবে বুক, নয়ন স্বপনে।
যারে তুই ভালোবাসিস, যানিস তারা কারা,
জীবনের মুল্যবোধে, সমাজে বিজীত তারা।
আজ আর নেই সময়, নেই হাতে দিন,
যা গেছে চলে, সেটা মুকুব হলো হ্নদয়ের ঋন।
বোঝা নিয়ে কত চলবি, ভাববি কার কথা,
যে তোকে দিয়েছে দুঃখ, দিয়েছে ব্যাথা।
আর ছেড়ে দে, কাঁদিস নে আর--
যা গেছে চলে, পুড়িয়ে ছারখার।
আয় শপথ নে, যে টুকু আছে জীবন,
সাজিয়ে রাখবো সারাক্ষন,
তাতে ভলোবাসা ভরে নেবো,
নতুন জীবন কে আবার নুতুন ভাবে
আবার সাজিয়ে দেবো।।