আজো আমি, আমার মতো, নিজের ইচ্ছেগুলো ফেলে দিয়ে,
এসেছি গৃহবধু হয়ে, নিজের স্বামির পরিচয়ে।
অজানা এই দেশ, জানি না কারুর পরিচয়,
শুধু মায়ের আদেশেই মানি, সিঁথির সিন্দুর যেনো রয় অক্ষয়।
এই আশাতেই এসেছি, আমি আমার নতূন ঘরে,
বাবা মা পাঠিয়েছে, নতূন করে, নতূন সপ্নকে নিয়ে ধরে।
আসতে আসতে আজ বছর দুই হলো,
এসেছে পেটে, আমার ঘরে নতূন কুঁড়ি এলো।
আজ ন মাস, ন দিন পরে,আমার কুড়িকে নিয়ে,
প্রথম আকাশ দেখলো এই সোনালী রৌদ্দুরে।
প্রথম বার, পেলাম আমার আকাশ কুসুম হাসির এই বেলা,
মনে হলো, এইতো, এই প্রথমবার দেখলাম, আমার খুঁকির খেলা।
কিন্তু এ কী হায়? কেনো এতো চিৎকার....
খুঁকি তো কাঁদেনী, তাহলে এ কীসের হাহাকার?


                                                ক্রমশ......