কিন্তু এ কী হায়? কেনো এতো চিৎকার....
খুঁকি তো কাঁদেনী, তাহলে এ কীসের হাহাকার?
যেনো এক অশনী সংকেত, এলো মোর গায়ে,
সন্তানকে শেষ করে ফেল, এ মোর নাহি ধায়ে।
এ কী বলো তোমরা, এ তো আমাদেরই সংসারের সন্তান,
তাহলে, কেনো এমন ভাবে কও, যে, তার নেই কোনো স্হান।
ব্যাস, আজ চারদিন হলো, আমার সন্তান আমার থেকে  সরলো,
আমার কোল, উজাড় করে, আমায় একলা করে রেখে গেলো।
আপদ জ্বালা মিটল, আমার পরিবারের কাছে,
"মা" বলে আর ডাকে না কো, সে কী আজো আমার কাছে আছে?
পারো যদি বলতে আমায়? আমার ভাবনার কথা,
আমি তো আছি একা সঙ্গে নিয়ে সন্তান হারা ব্যাথা।
দেখেছি তার মুখ খানি, আমার সপ্নের মাঝে,
"মা"  মা, তো আমি, আমায় কাঁদায়, আমারই বিরহের রাতে।
রাত তো বড়ো অন্ধকার, কাটে না আর সময়,
পেটে যখন রেখেছিলাম,তখন আসেনি এমন মনের ভীতর ভয়।