তোমার হাতে বাধা আমি ,
আমি আমার জন্য নই,
কেউ ভাবুক আর নাই ভাবুক,
তুমি আমার আজ পরিচয়।


তোমার হাতের মাঝে,
রেখেছি আমার ছোট আঙ্গুল
প্রথম আমার নয়ন মিলিয়া,
দিপ্ত কারিয়াছি, আমার জীবনের তুমিই মুল।


তারপর সেই হামাগুড়ি দিয়ে চলা,
তোমাদের সাথে মিলিয়ে আমার কথা বলা,
কত অঙ্গভঙ্গিতে আমার না বলা কথা,
মিলিয়াছো কতবার,
আমার আভিধান শব্দে প্রথম,
সারা দিয়েছি, জেনেছি তুমিই আমার মা।


জানি, তোমার মুল্য আমার এই জীবনে,
যা জানাই আমাই প্রতি ক্ষনে ক্ষনে,
তোমার আচলের ছায়া, আজো আমার পড়ে মনে,
তোমার ভালো বাসার সব কিছু ,
বসাই আমার জীবনের, শীর্ষরতার আসণে।