সময়ের সাথে পাল্টে যায়,
যায় সব কিছু হারিয়ে।
যা পাওয়ার কথা ছিলো,
তাও হারায় সব কিছু নিয়ে।।
আলোর খোঁজে, নাহি চায় অন্ধকার,
জোনাকির আলোয়, সব কিছু মৃদু জ্বলে।
অশ্রু যায় ভরে, তিমিরের রাতে,
জোনাকিরা, নিজেদের সাথে কথা বলে।।
সময় যেনো, আজ দুঃসময়ের পাড়ি,
আলো থেকে, অন্ধকারের খেলা।
যা, যায়, সব কিছু ঢলে-নাহি বলে,
যেনো, সব দুঃসময়ে  অন্ধকারের মেলা।।
আজ রাতি,স্বপনে, তিমিরও রাতে,
নিশুতির বনে, মন নাহি যায়।
যা পরায়ে জ্বালায়, নিজ জ্বালা,
দুঃসময় যেনো আজ বড়ো করে ফেলে,
হায়!
নিশুতির কোলে, যেদিন সময় আসে,
জানি কোন সে জন, নাহি দেখা পায়।
যা পেয়েছি, এই অন্ধকারের রাস্তায়,
এই দুঃসময়ে, সেই সাহসীকতা নায়।।
                                 (ক্রমশ)