জানি বিভীষিকায় ভরেছি,
আমার অক্লান্ত মন।
ঘুম নেই দিশা নেই,
কাঁদে কেবল সারাক্ষন।।
তুমি কী আজো আমার----
না এটা কেবল আমার মনের ভাবনার।
যাই হোক না কেনো--
তবু তো, তুমি তো- তুমিই
আমার আলো অন্ধকার।
আর আমার আলো অন্ধকার-
আমার জীবনের হার।।
তোমাকে নিয়ে কবিতা, লিখেছি প্রচুর।
কোথাও ব্যাথা, কোথাও বেদনা- পেয়েছি ভরপুর।।
তবুও তুমি আজো -আমার অন্তরের বিদীনরতায়,
আর আমি- আছি বেঁচে, আমার সাজানো রুপকথায়।