ক্লান্ত মন,শান্ত শরীর,
সপ্নের মাঝে, অচেনা চিন্তার ভীড়,
বকুল-তলার, আলো-অন্ধকার,
বেঁধে আছি তরী, হবো পারাপার।
কাল রাএির, পাওয়া যত ব্যাথা বেদনা,
ভরে বুকে নিয়ে, সব মনের যন্তনা,
তোমারে চাই তোমারে চাই ---
এর চেয়ে আর কোনো পথ নাই।
ভাবিয়া দেখি, নিশীথ সপ্নের মাঝে,
লাগে অপরুপ তোমারই হাতে হাত রেখে।
দেখি যবে, ঘুরি তোমার দিগন্ত চেয়ে,
আচমকা দমকা হাওয়া আমাদের পথ বেয়ে,
হঠাৎ ভাঙ্গিল ঘুম, দেখি রাএির সমাপন,
তার মুখ নাহি দেখি, যারে করেছিলাম আপন।
আবার, সেই রাএির নিশীথ খেলা,
অন্তরঙ্গে দেখিব, যদি কাটে এই বেলা।
দিন যায়, রাত যায়, বের হয় বছর,
দুঃখ সুখের খেলায়, আসে না অবসর।
তুমি যদি বুঝো আমারে, দাও না গো ভাগ,
ফেলো সব অভিমান, ছুড়ে দাও সব রাগ,
আবার যদি আসি আমি, আসবো এই জীবনে,
ফেলে রেখে সব কিছু, থাকবো তোমারই মনে।