জীবনে অনেক কিছু পেলাম,
আর, জীবনে অনেক কিছু হারালাম,
এই দুর পথে অনেকবার ভাসলাম,
গেছি খুঁজি অন্তর হতে, যে পথ ধায়,
বারে বারে কাঁদি, খালি পথ হারায়।
নিজেই পারিনী বুঝতে,----
আমি কী হারিয়ে গেছি,
না, আমি অজানার চলে---
কোথাও কী মিলিয়ে গেছি?
না জানি দেশ, না জানি জাতি, না আমার পরিচয়,
শুধু জানি, আমি এই আকাশের
ছোটো ছোটো ক্ষয়ের, এক বৃহৎ অবক্ষয়।।
যাহাতে বইতে হয় এই সুর, দেয় নাগো গান,
কেউ জানে না আমার মনের কেনো এতো অভিমান।
শুধাও না রে তারে, যাহারে কয় তুমি আপন,
দেখো পারো কী বলতে, কেনো আমি অসংরক্ষন?
লুটায়েছি, মাটি, বায়ু, জল,আর নাহ কভু মন,
যাচ্ছিলো আমার দেহে, সব দিয়েছি যখন, তখন।।