১৪ ই ডিসেন্বর২০১৫-
ভীষন দুপ্রহরের ন্যায়, ব্যাথায় ভরা এইদিন।
বকুলের মধ্যে, যেনো কিছু পায় না, কেবল কেবলই ঋণ।।
শান্ত মনের হ্রদয়ের পাশে,
তবুও যেনো উদ্ভব নয়, কেউ তো ছিলো কাছে।
ছিলো আমার মনের মধ্যে, আমার প্রাণ,
কেনো যে গেলে সরে, দিয়ে হ্রদয়ের টান।
তোমায় ভুলিবো না আমি-
তোমার অবদান, আমার জীবনের চেয়ে দামি।
একলা চলার পথে, ফেলে গেলে সংসার,
জানি নেই কাছে, তবু মানিবো না, এই হার।
এই সন্ধ্যেতে, তুমি যে ব্যাথা পেয়েছিলে,
বুঝতে দাওনি, তোমার কোনোই কষ্ট।
কোনো, এক গভীর পিপাসায়,
গেলে সরে, জীবন হতে, করে সব নষ্ট।।
জানি, আর ডাক শুনিবে না,
শুনিবে না আমাদের হ্রদয়ের কথা।
বুক ভরা ভালোবাসা, আর অশেষের শেষ,
সে নিবিড় রাতের ব্যাথা।।
১৪ ই ডিসেন্বর, তুমি গেলে সরে ,এই পৃথিবীর বুক হতে,
পৃথিবীর পথপ্রান্তে, ছায়ার সঙ্গী রতে।
নিদারুন ঘুমের, এক অরণ্যপ্রচ্ছদ কাহিনী,
তুমিই সন্ধ্যা, তুমির আমার পিতা,তুমিই আমার বাণী।।