সেলফি তোলো
সেলফি তোলো ,
জীবন ভোলো
জগৎ ভোলো ,
কে বা এলো
কে বা গেল ,
তাতে না হয়
বয়েই গেল ,
দেখতে তোমায়
লাগছে ভালো ,
মিষ্টি হেসে
সেলফি তোলো ।


হালকা ভোরে
ঘুমের ঘোরে ,
রোদে পুড়ে
ভর দুপুরে ,
নিশুত রাতে
বাড়ির ছাতে ,
কিংবা মাঠে
পুকুর ঘাটে ,
সেলফি ওঠে
লাইক জোটে ,
সেলফি ছাড়া
দিন যে জোলো,
সেলফি তোলো
সেলফি তোলো ।


ট্রেন লাইনে
বাম ডাইনে
প্রাণের ঝুঁকি ,
তাতেই বা কি ?
নদীর বুকে
হাস্য মুখে ,
পথের মাঝে
পাহাড় খাঁজে ,
ঝোপে ঝাড়ে
ঝিলের পাড়ে ,
পার্কে বসে
নজর কাড়ে ,
সেলফোন টি
বাগিয়ে ধরে
দেখতে দে না
কেমন হলো ,
সেলফি তোলো
সেলফি তোলো ।


গিন্নী ন্যাকা ,
কর্তা বোকা ,
রঙ্গ দেখে
অঙ্গে ছ্যাঁকা ,
দেঁতো হাসি
কিংবা রেগে ,
সেলফি ওঠে
ঝড়ের বেগে ।
টাকলু দাদু
গুঁফো মামা ,
মডার্ন কাকার
ব্র্যান্ডো জামা ,
হেয়ার কাটে
গগন ফাটে ,
ডিস্কো থেকে
গড়ের মাঠে ,
বাইরে গেলে
কি বা খেলে ,
বিরিয়ানী ..
ফ্রাই কি পেলে  ?
সিনেমা হলে
শপিং মলে ,
জোড়ায় জোড়ায়
দলে দলে ,
বন্দী কর
সেলফি তুলে ,
যাচ্ছো ভুলে ?
কানটা মলো ,
সেলফি তোলো
সেলফি তোলো ।


পাড়ার হটি
খোলা চুলে ,
হিরোর বাইক
স্পীডে তুলে ,
ওল্ড প্রেমিক ও
দুঃখ ভুলে
সেলফি তোলে
হ্নদয় খুলে ।
প্রথম ধুতি
প্রথম শাড়ি ,
প্রথম প্রেমের
মিষ্টি আড়ি ,
সেলফি নিতে
কাড়াকাড়ি ,
একটা চুমু
বাড়াবাড়ি !
ও মেরি জান
ঘোমটা খোলো...
সেলফি তোলো
সেলফি তোলো ।


ডিপ্ লিপস্টিক
কাজল চোখে ,
জিভ ভেঙিয়ে
ছুঁচো মুখে ,
ওয়াও বেবি
হট্ নাকি কুল্
লাগছো তুমি
কি বিউটিফুল ,
কমেন্ট দিলো
রাঙা মূলো ,,
সেলফি তোলো
সেলফি তোলো ।


কুর্তি কালো
লাগছে ভালো ,
ফেসবুক যে
করছে আলো ,
নীলচে শাড়ি
দুষ্টু ভারি ,
ফ্লোরাল টপে
কিউট নারী ,
হলদে ড্রেসে
মিষ্টি হেসে
ঝগড়া করে
ভালবেসে ,
ব্রেকাপ হলো
সেলফি তোলো ,
সেলফি ছাড়া
বৃথাই গেল ।


বর কনেতে
এক মনেতে ,
বাসর ভুলে
সেলফি তোলে ,
ফুলের মালা
খুলে ফেলে ,
প্রেম পিরীতি
শিকেয় তুলে ,
এই দিন টাও
দেখতে হলো !
সেলফি তোলো
সেলফি তোলো ।


মরছে মানুষ
ডুবছে জলে ,
সবার সাথেই
সেলফি চলে ,
ব্যাঙ্ক ডাকাতি
গন্ডগোলে ,
চলন্ত ট্রেন
উল্টে গেলে,
ভেঙে পড়া
উড়ালপুলে ,
ভূমির কাঁপন ,
বন্যা হলে ,
খরায় গেলে
রসাতলে ,
রণে বনে
কিংবা জলে ,
গোমুখ্যুরা
নেতা হলে ,
ঘুষ খাইয়ে
চাকরি পেলো ,
সেলফি তোলো
সেলফি তোলো ।


অফিস কলেজ
খেলার মাঠে ,
হাটবাজারে
শ্মশানঘাটে ,
পারলে শুয়ে
মরার খাটে ,
বল্ হরিবোল
চিতায় তোলো ,
শেষ বারটি
চোখ তো খোলো ,
চুল্লী পিছে
সেলফি তোলো  ।