কবিগুরু তুমি তোমার......
পুষ্প রেনুগন্ধমাখা সৃষ্টির ডালি নিয়ে
ভ্রমর গুঞ্জন ময় প্রেম বার্তা নিয়ে
আসেছিনে ধরণীর বুকে-
বিদেশি অথিতির মতো।
সেদিন হতে মুক্ত ব্রিহঙ্গ সম
ললিত সুরে গাইলে কত ভৈরবী গান।
কবিগুরু তোমার আদ্র শ্লোকরাশি......নির্বাককথা
ধ্বনিত হয় আপামত কর্ণ কুহরে
সেই যৌবনের গান।
তুমি চেয়েছিলে মুক্তির স্বাদ
সৃষ্টির শৈলী নিয়ে আনন্দে উন্মাদ
হতে শকুন্তের মত।
নব নব স্নিগ্ধ ছায়া,চেয়েছিলে বিছায়ে দিতে শ্যামল কায়া।
প্রণয় চঞ্ছল তুমি ভুবন শিখরে
চেয়েছিলে যেতে প্রেম অভিসারে
সৌন্দর্যের শ্রেষ্ঠ স্রষ্টা,
মধ্যগগনে জেগে আছো তুমি
শয়নে স্বপণে,সূর্যদীপ্ত শিখা
ক্ষীণ শশিরেখা এঁকেছ চিরকালের সুখ-স্মৃতিরেখা।
রবিহীন নিশি পারে কি শেষ হতে
রবিহীন এ জগৎ যায় বৃথাতে।