সকল কিছুই আজ নিরুদ্দেশে গেছে
গেছে তো গেছেই আর ফেরারনাম নেই
হইতো ঠিকানা ভুলে অন্য মুখের কাছে
            মগ্ন হয়ে আছে।
সেই মগ্নতার ওপর ফেলে রাখো আলো
এখন সকল স্রোতের বিপরীতে হাঁটা অভ্যেস করি
রোজ-রোজ ফিরে  আসি পথের  শেষ প্রান্ত থেকে
ও চাঁদের ও সুখের ভাগ দেব না
      আমার অশেষ সুখ মেটাই
       তাকে দেখে-দেখে।