বহুদিন পর এক জোড়া চোখ; আমার
পথচলাকে থমকে দিলো,
থমকে দাড়ালাম আমি!
থমকে দাড়ালো আমার ত্রিশ পেরুনো
উদ্দ্যাম যৌবন।
আমার একাকী নৈশব্দের পথে
এক প্রাচীর তৈরী করে দাড়ালো,
অহংবাদী একরোখা একটি মানুষের
পা'দুটি যেন অনঢ় হয়ে গেলো।


ঐ চোখের চাহনী, বাকা ঠোঁটের
কোন জুড়ে যে অস্ফুট শব্দের উচ্চারন
এ না বলা কথার ভীড়ে চাপা পড়া
নিঃশ্বাসের উপস্থিতি আমায়,
এক অজানা ভয়ে থমকে দিল
ক্লান্ত পথের এই হতভাগ্য পথিক
আজ একে বারেই নিঃশেষিত হল।