একদিন শেষ রাতে জানালার কার্নিশে;
উকি দেয় এক চিলতে জোছনা।
একদিন ক্লান্ত দুপুরে গাছের ছায়ায় দেখেছিলাম;
বিমর্ষ এক ভালবাসার মৃত‌্যু।
একদিন সন্ধ্যের আলো আধারিতে চেয়েছিলাম;
একটু পরশ-কিছুটা উষ্ণতা।
একদিন নেতিয়ে পড়া গোলাপের চারায় ফুঁটে উঠেছিল একটি কুড়ি,
একদিন সিগারেটের ধোয়ায় দেখেছিলাম,
আমার অভিশপ্ত দিনের সূত্রপাত।
একদিন রাস্তার ধারের জীর্ণ কিশোরের গায়ে
জড়িয়েছিলাম একটি শীতের চাঁদর;
আমার কাছে এই ভালবাসা।


একদিন চোর হয়ে চুরি করিছি মায়ের বিশ্বাস!
ছিনিয়ে নিয়েছি বাবার শাসনের অধিকার!
একদিন খুব শক্ত করে চেঁপে ধরেছিলাম;
স্নেহ নামের অনুভূতির টুটি !
একদিন দুমড়ে মুচড়ে নষ্ট করেছিলাম
সম্ভাবনাগুলোকে, ছুঁড়ে ফেলেছিলাম;
নোংরা ডাস্টবিনের সাফল্যের স্বর্ণালী সূর্য্যটিকে
একদিন কষে চর দিয়েছিলাম সততার গালে;
একদিন হতাশার সমুদ্র ভাসিয়েছিলাম
বিলাসিতার ডিঙ্গি।
হ্যাঁ-
এমনই ছিলাম আমি
হয়তো বা এখনও।


২১.০২.২০০৯