'মন্দির' বলে-- 'মন ধীর হবে,
দেখো তো এসে সবাই।
মোর মত ভাল ভজনালয় কি
এ জগতে আছে ভাই?


'মসজিদ' বলে-- মুসলিম বনকে
মস্ত্ মস্ত্ চীজ্ খাও,
জেহাদ্ কে লিয়ে জাও।
মগর পাঁচ ওয়াক্ত, সহী দীল্ সে
নামাজ কে লিয়ে আও।।


'গির্জা' শুনে কয়-- জানো না কি হায়,
যীশুই মুক্তিদাতা!
মালা, টুপি ছেড়ে, আলেল্যুয়া প'ড়ে
ক্ষমা চাও ভাই-দাদা।।