হিন্দু গর্ব খর্ব হ’ল, বর্ণভেদে ফেঁসে—
ইসলাম হ’ল বিকৃত, এই একুশ শতকে এসে।
রাম-রহিম বাবা, গোবিন্দ সিং, থামেনি গুরুবিবাদ—
ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট নাকি আদি ও নব্যবাদ!
কেউ কারো চেয়ে ছোট নয়, ভাবে নিজেকে বড় সবাই
ছোটই বা কে, খুঁজে খুঁজে দেখি, একজনও ছোট নাই।
কী বুঝে ওরা বড়ো ভাবে শুধু, আজও বুঝিনি ভাই
রাম, রাম, নাম বললেই নাকি, আর কোনো ভয় নাই।
ভয় কেন পাবো, সেটাই বুঝি না, অথচ ভয়ের কথা
নরককুন্ডে যেতে হবে শুনে, সারাক্ষণ মাথাব্যথা!
কেন যেতে হবে, কী করব তবে, শেষ উপায় বা কী?
ব্রাহ্মণ সেবা ক’রে যেতে হবে, অন্য উপায় কী!
মৌলভী কয়, কথা মিছে নয়—জান্নাত যদি চাও
নামাজ, রোজা, হজ্, জাকাত, আরো কিছু করে যাও।
ফাদার সাহেব বলে গেল, শুধু যীশুই মুক্তিদাতা—
তিনিই মোদের পরমপিতা, তিনিই শক্তিদাতা।
ফাদারের কথা মাদার বলে, সিস্টার ও ব্রাদার—
গায়েন বলে, আমি কোন্ দলে, ভেড়া’র না গাধা’র?