সময়ের নির্মমতা কেড়ে নিয়েছে সমগ্র আস্তিত্ব
নিসঙ্গতা আজ কড়া নাড়ে প্রতিটি প্রহর,
ভাগ্যের প্রলোভণে রক্তক্ষরণ এ হ্নদয়
ভাবনারা তব থাকে বিলাসী স্বপ্নে বিভোর।
হঠাৎ ঝড় তান্ডব তব ধ্বংসাত্বক তোলপাড়
ভ্রান্ত খুটিতে গড় জীবন ও স্বপ্নীল ঘড়,
সমগ্র স্বত্তার বেড়াজাল ভুলে
পারিনি গড়তে সুখের বাসর।
তবু,
  বহু বছর পাড়ি দিল, সমুদ্রের দিকভ্রন্ত পথ চলা-
  আজ বিদায় বিদায় বেলা, আদি হিসাব নিকাশের পালা।
  কতগুলো উষ্ণ ঠোটের হাসি, আমার জীবনে পাওয়া-
  কতগুলো হ্নদয়ের কষ্ট করে আছে অবরোধ।


আজ বিদায় বেলা-
  ক্ষনিকের তরে হ্নদয়ে ধারন করি
  তিক্ত অভিজ্ঞতা আর যন্ত্রনামুখর দিন,
  স্বর্গীয় গন্ধ নেই, সূর্যেরও আলো নেই
  কল্পনাও নেই আজ, তব আবদ্ধ ঋণ!
আজ বিদায় বেলা-
  ছন্দ সেতো ছন্ন ছাড়া
                    দুঃখ সেতো লক্ষী ছাড়া,
  শব্দরা আছে স্তব্দ হয়ে
                     কান্নারা আজ বাঁধন হারা!!
আজ বিদায় বেলা-
   মিছে ব্যাথা দিয়ে যাব না
                    চলে যাবই যাব
     আদি অনন্তের মৃত্তের টানে
     বুকে ব্যাথা দিয়ে যাব না।


আজ বিদায় বেলা-    
      যদি করি ভুল, ক্ষমা করো মোরে-
      নিদ্রা আজ পুড়ে ছাই, স্বপনের ঘোরে।
    
     করি তব প্রার্থনা হে দয়ময়,
     সুখ যেন হয় বিশ্ববসীর সঞ্চয়।।