তিন তিনটা বিয়া কইরা
পরলাম এ কোন ফান্দে,
বড় বৌরে আদর করলে
মেঝ বৌ এ কান্দে।
ছোট বৌ গোসা কইরা
গাট্রি বোস্তা বান্দে!!
পড়লাম এ কোন ফান্দে?


বড় বৌ তো ভাল রান্দুনী
মেঝ বৌ এর গাল ফুলানি,
ছোট বৌ তো শাড়ি-চুড়ি পইরা
পাড়ে শুধু সাজদে!!
পড়লাম এ কোন ফান্দে?


বড় বৌ যায় বাপের বাড়ি
মেঝ বৌ এর মাথায় বারি,
ছাট বৌ তো ঘ্যান ঘ্যান কইরা
পারে শুদু কাঁদতে!!
পড়লাম এ কোন ফান্দে?


বৌ তো সবার লক্ষি সোনা
আকাশের সচ্ছ বিন্দু কণা।
বহু জাতিক বিশাদ রঙ্গে ভঙ্গে
বিভ্রান্তির জীবন পাণা।
যাহার আছে একাধিক বৌ
পাজরা ভাঙ্গে কিলে রে মশাই
পাজরা ভাঙ্গে কিলে!!