হে পথচারী,
      কোথায় তোর নীরব হীন কন্ঠের গান,
      ক্ষ্যাপা নর্তকী লিপ্ত তব সতর্ক শয়তান।
      স্বর্ণতরী বাহাদূরী তোর সমগ্র বিষ নিশ্বাস
      কে ধরিবে হাল? মরন বেলায়! নেই আশ্বাস।
যাদি আজি হয় শেষ দিন,
              খোদার এই রঙ্গিন মেলা;
অযাচিত সব ঋণ,
               এ ধরায় করিবে খেলা।।


হে পথচারী,
      এসো কাধে কাধ বেষ্টন করি,
      আল্লাহ প্রদত্ত ইসলাম ধরি।
      হজ্জ যাকাত সালাত আদায় করি,
      পুরু তুষারের ধাপ এগিয়ে চলি।
      দূর্ভোগ পথ মানসিক যতনা নিন্দা করি,
      ইসলামের পতাকা তলে জীবন গড়ি।