মানবের মুখে ফুটিয়েছো হাসি-পেয়েছি হাসির স্বাদ,
ধ্বংস করেছিলে রাজাকারের রক্ত আর শত অপরাধ।
আজ রবির রশ্মি স্বাধীনতার স্বাদ ঝাড়ে,
                 পেয়েছি সোনালী দিন
                               আকাশের সাদা মেঘের পাড়ে।
করেছিলে বিদ্রোহী কলরব,
                পেয়েছি স্বাধীনতার সবুজ ঘাস
                               যত দূরে চোখ যেতে পারে।
গড়েছো সোনার বাংলা ঘরে ঘরে আমাদের অন্তরে।
বাতাসে তোমার শব্দ শুনেছি, সোনালী রোদের রং দেখেছি
স্বাধীন বাতাসে গন্ধ পেয়েছি, কুকলের কন্ঠে গান শুনেছি
                     তোমার পদচরন প্রান্তে।।
দিবা রাতি যন্ত্র মানব হয়ে,
                        অগ্নি, উল্লাস, প্রতিশোধ, প্রতিবাদে
            এনেছিলে মোদের মায়ের ভাষা।
ফুটিয়ে ছিলে স্বাধীন পুষ্প,
                       স্বাধীনতার রসালো গন্ধে
          ফিরে পেয়েছি মোরা জাগতিক আশা।।
অযস্র প্রানের স্রোত তুচ্ছ করে,
                         বেয়েছিলে মহা-যুদ্ধের তরী;
অক্লান্ত পরিশ্রমে দিয়েছিলে,
                           তুমি সোনার বাংলা গড়ি।
অাজ জেগেছে সে তরী, বিনম্র বাতাসে তাঁর উড়ে পাল
সহস্র বাঁধা পেড়িয়ে ঘোলাটে জ্বলে বুক চিরে অনন্তকাল
তুমি মাহাবীর, বৃহৎ সেনা বাংলা'র পতাকা তলে
মোরা ভালবাসি তোমায় অনাবিল,
                             তাই আছো মোদের হ্নদজালে।।