খোদা দ্বারা সৃষ্টি তব
                কর শির নত প্রার্থনা;
দু-নয়নে বক্ষ ভেজা
                খোদা করিবে মার্জনা।
যতই কর ক্ষমতার লড়াই
                নেইকো তাহার দাম
আসবি ফিরে আমার ঘরে
                ফেলে দুনিয়ার কাম।
গভীর যতনে ক্লন্ত রোদেন
                 নিরবতা খান-খান;
ব্যগ্র মানসে দূর দূরন্তে
                 ছুটন্ত তোর বান।
পর্বত শৃঙ্গে রোদ্র প্লাবন
               পালকিতে তোর দিন;
ধ্বনিত তব আমার দ্বারা
               তোর অক্ষুন্ন সব ঋন।


       তুই আসিবই ফিরে
      এই অসীম কুয়াশায়;
      পূর্নিমা ভরা দিনে
      প্রান চঞ্চল্য জোসনায়।
হাজার বছর পরে তুই আসবি
এই নিসঙ্গ হ্নদয় মৃত্তিকায়।
লক্ষ প্রানের শেষ ঠিকানায়
গড়া এ প্রেমের বিছানায়।


অগ্নি রঙ্গের ঝলক ছিটিয়ে
                 অবিরাম ছুটোছুটি;
ডাকিব তোকে কুকিলের ডাকে
                 স্বাগতম দিবা-রাতি!
পূণ্য তথা ধন্য হবি
                  পাপে সমাধী;
আকুল আশায় পথের পানে
                  উলঙ্গ দু-আখি।


ডাকছি তোকে অঝর ধারায়
আয় ফিরে আয় বুকে,
পূণ্য করিলে রাখিব তোকে
গহীন অরণ্যেও সুখে!!