প্রন্তরের পথে তোমার সৃষ্টি,
হঠাৎ নেমে এলো যেন বৃষ্টি!
আঁকাবাঁকা পথে চলিতেছে
তোমার ছায়া রাশি-রাশি।
যত গম্ভীর নির্মল প্রহরে,
তোমায় যতনে ভালোবাসি!
তাই বারে বারে না বলেই
তোমার কাছে আসি-
পিঙ্গল পাখি উলঙ্গ উল্লাসে
যখন আমার নজর কারে;
বিশ্বভুলে হই প্রেম-মাতাল
তোমার আলিঙ্গন করদ্বারে।
নিদ্রা নেই চোখে স্বপ্ন রাজি
সৃষ্টি তব প্রেম-আলাপন;
কি করে দেই প্রেম সাজি
দিগভ্রান্ত আকুল প্রবন।