আমি ক্ষমতার উগ্র নাবিক
দেশ কৃত্তিমতায় যুগন্ত সৈনিক
চার দেয়ালে বন্ধী তবু
আলোর দিশার নাবিক
আমি বিজ্ঞান তবু অজ্ঞান
আমি সেলুলার ফোন
আমি ই-মেইল, আমি জি-মেইল
করি গুগল সংযোজন
মুঠো পোষ্ট জ্বলে আজ
আধুনিক আমার দিন
মুছে দেব
রবির রশ্মি তীব্রতায়
জমাট বেঁধেছে যত রীন
আমি প্রেম আমি গেম
আমি সর্বনাশের নেশা
আমি ডিজিটাল অামি মেন্টাল
আমি পলিটিক্যাল কুয়াশা
মানি ব্যাগ শূন্যতা
মাসের শেষে হতাশ
ক্ষমতায় জীবন চলা
ভয়ের ব্যগ্র আভাস
আমি টেনশন আমি চেতন
আমি ডিজিটাল ট্যাবলেট
আমি ধিক্কা আমি সস্তা
তবু গোছালো সাবজেট
আমি ত্রাশ করি গ্রাস
গাই মানবের ক্রন্দন
অামি গর্ব করে খর্ব
রাখি সমগ্র বন্ধন।