যানযটে ভেজা ঢাকার শহর
কেউ কারো নয় তুচ্ছ মহর
বৃষ্টির মত ক্ষয়ে ক্ষয়ে দিন
কারো উল্লাস কারো দূর্দিন।


চরদিকে হানাহানি অশান্তি
ক্ষমতায় দারিদ্রের পেটে লাথি
ধনীরা আরো চাই ধনী হতে
মুঠো আদ্র হয় ধনের জোড়ে
মুঠোতেই জন্ম স্বপ্নবিভোর
মুঠোতেই হয় শেষ।


শিক্ষার বর্ষণ চারদিকে ধর্ষণ
সরকার হাত রাখে গুটিয়ে
মুঠোতে ধন লোভে নির্লজ্জের মত
অপরাধীদের রাখে ফুটিয়ে
ফুটপাতে ছেলেগুলো অন্নের জন্য
ফুটপাতেই হয় শেষ ।


হরতাল অবরোধ কোন কিছু মানিনা
চালাবোই দেশ চালাবো
বড় সড় সমস্যা হয় যদি
অচিরেই দাদাদের পা ধরবো
গনতন্ত্রকে গনধর্ষণ করে
গড়ব এ দেশ ।