সাঁঝের ছায়ায় ভাবছো বুঝি
আমার কথা
কাজের ভিড়ে, ঝুম দুপুরে,
অলস নীরবতা
চুপ করে ওই পার্কে বসে কিংবা
বাঁশীর সুরে
রাগ অভিমান খুনসুটিরা সব গেছে
খুউব দূরে।
ক্লাসের ফাঁকে চিরকুটদের
অবাধ আনাগোনা
হাওয়াটুকু র সাথেও ছিলো
দারুন জানাশোনা
দুচোখে চোখ পড়লে হতো
নতুন দিনের শুরু
বাড়ি ফেরার সময় হলেই
বুক টা দুরুদুরু।
জন্মদিনের মাসটি এলে
লুকোচুরি খেলা
সারপ্রাইজ আর গিফট প্লেনেতে
কাটতো অযুত বেলা।
ভাবছো বুঝি সেসব কথা খুব গোপনে...
আড়াল হওয়া কান্না চাপা থাকুক মনে।