ভুল করে ও ভুলে থাকা যায় না তোমায়;
তোমার সান্নিধ্য ,আঙ্গুলের স্পর্শ , রঙ্গিন কথা মালা
তোমার অনুরাগ , তোমার প্রতিশ্রুতি , তোমার পিছু ফিরে দেখা,
আমায় কি এক বোবা আবেগে আবিষ্ট করে রাখে ।
তুমি নেই, তবু মনে হয় আস্টেপিস্টে জড়িয়ে আছো তুমি ।
আছো আমার হৃদ স্পন্দনে , আমার অস্থিরতায় , আমার দ্রোহে ,
আমার ক্লান্ত ভোর , নিশ্চুপ দুপুর , কুয়াশা মাখা গোধূলিতে
আমারি ছায়ার হাত ধরে তুমি হাঁটছ পাশাপাশি ।
এ কেমন ঘোর ? এ কেমন দুঃখ জাল ?
কষ্টের তীক্ষ্ণ হুলে রক্তাক্ত হৃদয়
যেন স্মৃতির সাগর আঁচড়ে বেড়ায় রাত দিন।
ভুলো মন সব ভোলে –
ভোলে তোমার অবহেলা
তোমার উপেক্ষা ,
তোমার চলে যাওয়া...
শুধু ভুল করেও ভোলে না তোমায়।
আজ এতদিন পর খুব জানতে ইচ্ছে হয় ,
তুমি কি আছ ভুলে ?