বৃষ্টির পায়ে কারা বাঁধলো নূপুর
রিমঝিম ঝরঝর বেজে ওঠে সুর।

মায়ে ভাজে মোয়া মুড়ি কচ কচ কচ
ছাগ-ভেড়া ভিজে করে রাগে গজগজ
একটানা নাচ দেখি সকাল দুপুর।

দাদাজান আদা খান চায়ে চুক চুক
নায়ে চড়ে বউ যায় লাল টুকটুক
বালিকারা জলে ভাসে কলসি উপুড়।

জেলে-দল জাল ফেলে বিল ‘বরাতর’
আসমানে বাজ নাচে কড় কড় কড়
ছেলে-মেয়ে জলে খেলে ধাপুর ধুপুর।

গণা দা’র ঘরে জ্বলে মাটির প্রদীপ
সন্ধ্যায় জল ঝরে টিপ টিপ টিপ
কানে এসে নাচে সুর টাপুর টুপুর।