দ্রোহের দাহন তেজে দাবানল দাউ দাউ করে,
বর্ষায় অগ্নিস্ফুলিঙ্গ!
কোন অভিপ্রায়ে তুমি দিলে রণে প্রাণ,
করতে তারতম্য প্রথা ভঙ্গ!
মূর্ছিত আমি অজ্ঞাত তোমাকে বুঝতে।
তুমি কে, কে তুমি?
চক্ষু আমার অদম্য সেই সত্য জানতে!


দিলে না আমায় ধরা শুধু করে
গেলে গানে অভিনয়,
বলে গেলে শুধু “গ্রহরাজ তপন কি ডুবে
ধরায় পুনরায় উদ্রেক হওয়ার জন্য নয়?”
বলে যাই আমি পুনরায়,
মূর্ছিত আমি অজ্ঞাত তোমাকে বুঝতে।
তুমি কে, কে তুমি?
চক্ষু আমার অদম্য সেই সত্য জানতে!


কি সেই গ্রহরাজ তপন, কি সেই সত্য
করেছো গোপন?
কেন ছিল সে সুরে সম্মোহনী সুর,
কেন সে সুর লাখো বিপ্লবীরে
করেছে মোহন?
কি করে জেগেছিল সে অংশুমালী
বার বার করতে অসমকে দাহন?
সত্যিই মূর্ছিত-মহামূর্খ আমি অজ্ঞাত
তোমাকে বুঝতে।
তুমি কে, কে তুমি?
চক্ষু আমার অদম্য সেই সত্য জানতে!